৪ – ৬ মার্চ অর্থাৎ সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। হতে পারে কালবৈশাখি। ঘণ্টায় ৪৫ – ৬০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। হতে পারে শিলাবৃষ্টিও। আবহবিদরা জানিয়েছেন, বাংলাদেশের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরের উপরে রয়েছে উচ্চচাপ। এর জেরে সমুদ্র থেকে স্থলভাগে ঢুকছে প্রচুর জলীয় বাস্প। তার সঙ্গে পশ্চিমি হাওয়ার সংঘাতে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ।
সোমবার সন্ধ্যার পর দক্ষিণবঙ্গে শুরু হতে পারে ঝড়বৃষ্টির দাপট। প্রথমে আক্রান্ত হতে পারে পশ্চিমের জেলাগুলি। কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে মঙ্গলবার ভোরে বা সকালে। বুধবার পর্যন্ত চলতে পারে দুর্যোগ। বৃহষ্পতিবার থেকে পরিস্থিতির উন্নতির হতে পারে।
Be the first to comment