পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম ও কংগ্রেসের ডাকা বনধ চলছে গোটা রাজ্যজুড়েই। ডিজেল, কেরোসিন এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই সোমবার দেশজোড়া বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস ও বাম দলগুলি। সকাল ৬টা থেকে শুরু হয়েছে বনধ। দিনের শুরুটা স্বাভাবিক হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত গোলমালের খবর মিলেছে।
এ দিন সকাল থেকেই বাস চলাচল স্বাভাবিক ছিল। অন্যান্য দিনের তুলনায় ভিড় কিছুটা কম হলেও বাস, ট্যাক্সি পেতে অসুবিধা হয়নি অফিসযাত্রীদের। রাজ্য সরকার আগেই নির্দেশ দিয়েছিলেন যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। তাই এ দিন অতিরিক্ত বাস রাস্তায় নামিয়েছে পরিবহন দফতর।
তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা ও জেলাগুলিতে কিছু বিক্ষিপ্ত গন্ডগোলের খবর সামনে এসেছে। কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়েছেন অবরোধকারীরা, কোথাও দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয়েছে রেল।
সকাল নটা থেকে বসিরহাট ভ্যাবলায় রেল লাইনের উপর ঝাণ্ডা নিয়ে দাঁড়িয়ে কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায়। শিয়ালদহ থেকে হাসনাবাদগামী ট্রেন এলে কংগ্রেস কর্মী সমর্থকরা ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায়। মিনিট পনেরো অবরোধ চলার পর পুলিশ গিয়ে অবরোধ তোলে।
• সকাল ৯টায় যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডের কাছে মিছিল বার করে বামেরা।
• নরেন্দ্র মোদির কুশপুতুল খাটিয়াতে রেখে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন অবরোধ করে কংগ্রেস।
• চিনার পার্ক এলাকায় রাস্তা অবরোধ। কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি।
• মানিকতলা, মৌলালিতে বাস আটকে বিক্ষিপ্ত গোলমাল।
• হাওড়ার পঞ্চাননতলায় বাস আটকানোর চেষ্টা চালান কংগ্রেস সমর্থকেরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
• বন্ধ ঘিরে উত্তপ্ত হাওড়ার শানপুর। হাওড়া-আমতা শাখায় বেশ কিছুক্ষণ রেল অবরোধ।
• বন্ধের সমর্থনে মিছিল করে এসে দাশনগর মোড় অবরোধ করে সিপিএম নেতা-কর্মীরা,যান চলাচল আটকে দেওয়া হয়,পুলিশ সঙ্গে ধস্তাধস্তি বাধে অবরোধকারীদের।
• বন্ধ সমর্থনে কংগ্রেসের মিছিল,ফাঁসি তলা মোড় অবরোধ,জোর করে গাড়ি আটকানোর চেষ্টা অবরোধকারীদের। পুলিশ বাধা দিতে গেলে বচসা বাধে কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে। চারজন কংগ্রেস নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
• ঝাড়গ্রামে দোকান বাজার খোলা থাকলেও কার্যত রাস্তাঘাট ফাঁকা । ঝাড়গ্রামের পাঁচ মাথার মোড়ে কোনও বেসরকারি বাসের দেখা নেই । পণ্যবাহী লরি, পিকআপ ভ্যানও চলছে না সকাল থেকে।
• পূর্ব মেদিনীপুরে বন্ধে তেমন সাড়া মেলেনি। তমলুক, কাঁথি, হলদিয়া-সহ সব জায়গায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কিছু বেসরকারি বাস বন্ধ রয়েছে। সরকারি বাস সকাল থেকে চলছে। তবে যাত্রীর সংখ্যা কম। কিছু কিছু দোকানপাট বন্ধ রয়েছে।
• দিঘা থেকে সরকারি বাস ,বেসরকারি বাস চলছে। ট্যুরিস্ট বাস,এসি বাসের সংখ্যা অনেক কম। দিঘার রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
• দলীয় কর্মীদের সঙ্গে দোকানে দোকানে গিয়ে জোড়হাত করে দোকান খুলে রাখার অনুরোধ করলেন কালনার বৈদপুরের তৃণমূল নেতা আশীষ কলে।
• এসইউসিআই মেচেদাতে বাস আটকানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।
• কাঁথির দইসাইতে আধ ঘন্টা পথ অবরোধ করে সিপিএমের কর্মীরা।পরে মারিশদা থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
Be the first to comment