ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল নেতা। শনিবারই আগরতলায় হামলা হয়েছিল দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তদের বিরুদ্ধে। রবিবারই হামলা চালানো হল সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেতা সুবল ভৌমিকের উপর! নেতার অভিযোগ, বিজেপির সমস্ত গুন্ডারা আক্রমণ চালিয়েছে। আমি বুঝতে পারলাম না আচমকা কোথা থেকে আক্রমণ চালানো হল। পুলিশ কিছু করেনি’।
উল্লেখ্য, রবিবার সুবল ভৌমিকের গাড়িকে লক্ষ্য করে ইটবৃষ্টি করার অভিযোগ উঠেছে। রাজনীতিক জানিয়েছেন, ‘প্রিজন ভ্যানের সঙ্গেই ছিল রাজনীতিক সুবল ভৌমিকের গাড়ি’। এ দিনই আদালতে নিয়ে যাওয়া হল দেবাংশু ভট্টাচার্য সহ ১৩ জন যুব নেতাকে। সূত্রের খবর, মহামারি আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলায় করা হয়েছে তৃণমূলের যুব নেতাদের বিরুদ্ধে। ব্রাত্য বসু, কুণাল ঘোষ এবং দোলা সেন যুব নেতাদের সঙ্গে আদালতে গিয়েছেন।
অন্যদিকে, খোয়াই থানায় অবস্থানে অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ না আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে এবং যুব নেতাদের দাবি মঞ্জুর করা হবে, ততক্ষণ ধরনায় বসবেন অভিষেক, এমনটাই জানান তিনি। তাঁর কথায়, ‘পাঁচ ঘণ্টা কেন? প্রয়োজনে পাঁচ দিন বসে থাকব এখানে’।
Be the first to comment