বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতেই সমালোচনায় মুখর হলো বিজেপি। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিধায়ক অশোক লাহিড়ী বাজেটের কড়া সমালোচনা করেন। রাজ্যের নিকাশী ব্যবস্থা নিয়ে তীব্র কটাক্ষ শোনা যায় শুভেন্দুর গলায়।
এদিন বিরোধী দলনেতা বলেন, ‘কলকাতা লন্ডন হয়নি। বৃষ্টি হলেই জল জমে যায়। আর জল জমে গেলেই নিকাশী ব্যবস্থার বেহাল অবস্থা বেরিয়ে পড়ে।’ একই সুরে মন্তব্য করেন অশোক লাহিড়ীও। তাঁর বক্তব্য, ‘এই সরকার ত্রাণের সরকার। আমফান হলে, বর্যা হলে জল যন্ত্রণা শুরু হয়। আর দুয়ারে ত্রাণ নিয়ে সরকার পৌঁছে যায়। কিন্তু, বাংলার মানুষ পরিত্রাণ চায়।’
এদিন, রাজ্যের পেশ করা বাজেটের খুঁটিনাটি তথ্য তুলে ধরে কটাক্ষ করেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, ‘অর্থমন্ত্রী তাঁর ঝাঁঝালো বক্তব্যে বলেছেন তাঁর রাজ্যে ২ কোটি ৩০ লাখ মানুষ টিকা পেয়েছেন। কিন্তু, কত ভ্যাকসিন পেয়েছে তাঁর কোনও উল্লেখ নেই।’ পাশাপাশি অশোক লাহিড়ী বলেন, ‘আর্থিক বৃদ্ধি নিয়ে রাজ্যের দাবি ঠিক নয়। পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে। মাথাপিছু আয়ের হারে রাজ্য পিছিয়ে পড়েছে। এত উন্নয়ন হলে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে যেতেন না। চিকিৎসার জন্যও মানুষকে অন্য রাজ্যে যেতে হচ্ছে।’
পাশাপাশি পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি ইস্যুতেও এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘এত যদি সাধারণ মানুষের জন্য ভাবনা, তাহলে ৩৮ টাকা থেকে ২০ টাকা বাদ দিয়ে দিন। কথা দিচ্ছি আমরাও তাহলে কেন্দ্রের কাছে আবেদন জানাব দাম কমানোর।’
Be the first to comment