লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ শুভেন্দ অধিকারীর

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, এই প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ৷ নিজের অভিযোগের স্বপক্ষে যুক্তি সাজাতে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূলের ইস্তাহারের একটি অংশও তুলে ধরেন তিনি ৷

নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোগ, নির্বাচনে ইস্তাহারে তৃণমূল কংগ্রেস এই প্রকল্পের নাম দিয়েছিল সামাজিক ন্যায় সুরক্ষা ৷ তখন হাত খরচের বিষয়টি উল্লেখ করা ছিল না ৷ তখন বলা হয়েছিল রাজ্যের ১ কোটি ৬ লক্ষ পরিবারকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দেওয়া হবে ৷

শুভেন্দুর দাবি, সেই হিসেবে রাজ্যের ৫ কোটি মহিলার এই প্রকল্পের আওতায় আসা উচিত ৷ কিন্তু ২ কোটির কম মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে ৷ প্রায় তিন কোটি মহিলাকে বঞ্চিত করা হচ্ছে ৷ রাজ্য সরকারের এই দ্বিচারিতাকেই ভারতীয় জনতা পার্টি বাংলার মহিলাদের কাছে তুলে ধরতে চায় বলে এদিন তিনি জানান ৷

তবে কোনও সরকারের কোনও জনকল্যাণমূলক কাজের বিরোধী বিজেপি নয় বলেও তিনি এদিন দাবি করেন ৷ তাঁর কথায়, ‘‘রাজ্যের আর্থিক অবস্থাকে সুরক্ষিত করে বিভিন্ন স্তরে কর্মচারী থেকে অসংগঠিত শ্রমিক, চুক্তির ভিত্তিতে কাজ করা লোক থেকে অস্থায়ী শ্রমিক প্রত্যেকের প্রাপ্য সম্মান-মর্যাদা, ডিএ-পেনশনার্স এবং বিশেষ করে শূন্যপদগুলি পূরণ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফুটিয়ে যে কোনও জনকল্যাণমূলক প্রকল্প চালু করলে ভারতীয় জনতা পার্টির আপত্তি থাকে না এবং সেটা যদি ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার হয় ৷’’

কেন্দ্রীয় সরকারের সরাসরি ব্যাঙ্কে টাকা পাঠানোর প্রকল্পগুলির কথা তিনি উল্লেখ করেন ৷ শুভেন্দুর দাবি, ‘‘মোদীজি এই ধরনের ৩৮০ টি প্রকল্প চালু করেছেন ৷ এতে ৩০ কোটি মানুষ সরাসরি সুবিধা পাচ্ছেন ৷ কাটমানি খাওয়ার কোনও ব্যবস্থা নেই ৷’’ একই সঙ্গে তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে বেকারত্বের ভয়াবহ অবস্থা ৷ ২২ শতাংশ বেকার ৷ শিল্পায়নের ভয়াবহ অবস্থা ৷ বিনিয়োগ নেই ৷ জমিনীতি নেই ৷ কেউ ন্যূনতম বেতন পান না ৷ সরকারি কর্মীরা ডিএ পান না ৷ ক্রমশ ঋণের বোঝা বাড়ছে ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি তাঁর কটাক্ষ, ‘‘মোদীজি বলছেন আত্মনির্ভর ভারত, মুখ্যমন্ত্রী বলছেন নির্ভরশীল বাংলা ৷’’ তাঁর দাবি, বাংলার মানুষ নির্ভরশীল বাংলা চায় না ৷ বরং চাকরি চায় ৷

তাই এই ভাবে চালু হওয়া একটি প্রকল্পের অপমৃত্যু ঘটবে আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, ‘‘অনেক প্রতিশ্রুতির অপমূত্য এই তিনমাসে দেখেছি ৷ ডিম-ভাতের মতো এই কর্মসূচির অপমৃত্যু হবে ৷ এই প্রকল্প শুরু করতে গিয়ে আরও ঋণ নেবেন ৷ পশ্চিমবঙ্গকে দেউলিয়া করার সমস্ত ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী ৷’’

তিনি রাজ্য সরকারের কাছে প্রতিটি পরিবারকে ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন ৷ তাঁর দাবি, সাধারণ জাতির পরিবারকে মাসে ৩ হাজার টাকা, তফশিলি জাতি-উপজাতিদের মাসে ৫ টাকা মাসে দেওয়া হোক ৷ একই সঙ্গে চাকরির ব্যবস্থা হোক, ডিএ দেওয়া হোক, পুলিশের রেশন দেওয়া হোক ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*