নিষেধ উপেক্ষা করে হাওড়ায় ঢোকার চেষ্টা, রাধামণি মোড়ে শুভেন্দুকে আটকাল পুলিস

Spread the love

শনিবার টুইট করে হাওড়ায় যাওয়ার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ কিন্তু পুলিসি বাধায় রবিবার নিজের জেলা থেকেই বেরতে পারলেন না রাজ্যের বিরোধী দলনেতা৷ রবিবার রাধামণি হাইরোডে শুভেন্দুর গাড়ি আটকায় পুলিস৷ বিরোধী দলনেতাকে গাড়ি নিয়ে এগোতে বারণ করে৷

পুলিসের কথা শুনেই রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন শুভেন্দু৷ পুলিসকে সটান জানিয়ে দেন, ‘আমি কাঁথি, হলদিয়া না কলকাতার বাড়িতে থাকব তা ঠিক করার এক্তিয়ার পুলিসের নেই৷’ তিনি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন৷

কাঁথির বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু হাওড়ার দিকে রওনা দেন৷ যদিও পুলিসের কাছে বিরোধী দলনেতা দাবি করেন, তিনি কোলাঘাটের গেস্ট হাউসে যাচ্ছেন৷ কেন তাঁকে রাধামণিতে আটকানো হল তার ব্যাখ্যা চান৷ শুভেন্দু বলেন, ‘আমি জানি কোথা থেকে নির্দেশ নিয়ে এই কাজ করছেন৷ আপনাকে এই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু বিরোধী নেতাকে এই ভাবে আটকানো যায় না৷’ এর পরেও পুলিসের সঙ্গে বাদানুবাদ চলে বিরোধী দলনেতার৷ পুলিস তাঁকে ফিরে যেতে বলেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*