হাইকোর্টে সিদ্ধান্তে কাঁথি সমবায় ব্যাঙ্ক মামলায় বড় স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের অর্থ দফতরের স্পেশাল অডিটের নির্দেশে শুক্রবার স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকারের সিঙ্গেল বেঞ্চে এ দিন মামলাটি উঠলে স্পেশাল অডিটের নির্দেশে স্থগিতাদেশ জারি করা হয়। কাঁথি সমবায় ব্যাঙ্কে আর্থিক দুর্নীতির ঘটনায় চেয়ারম্যান শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীর নাম জড়িয়ে গিয়েছিল। যা নিয়ে স্পেশাল অডিটের নির্দেশ দেওয়া হয়েছিল অর্থ দফতরের পক্ষ থেকে।
অর্থ দফতরের নির্দেশে স্থগিতাদেশ জারি করে শুক্রবার বিচারপতি শম্পা সরকার জানান, আপাতত হিসেব-নিকেশের আলাদা করে অডিটের প্রয়োজন নেই। কারণ ব্যাঙ্কের সবরকম অডিট নিয়মিত রিজার্ভ ব্যাঙ্কে পাঠানো হচ্ছে। সুতরাং নতুন করে অডিটের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলে দেন বিচারপতি। একই সঙ্গে জানিয়ে দেন, এই মুহূর্তে আলাদা করে অডিটের কোনও প্রয়োজন নেই।
সম্প্রতি কাঁথি কোঅপারেটিভে বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করা হয়েছিল সমবায় ব্যাঙ্কের ডিরেক্টরদের পক্ষ থেকে। অভিযোগ ছিল, দীর্ঘ দিন ধরেই কাঁথি সমবায় ব্যাঙ্কে বেআইনিভাবে কর্মী নিয়োগ হয়েছে এবং টাকার নয়-ছয় হয়েছে। আপাতত সেই অভিযোগ ধোপে টেকেনি। তবে এই মামলায় সংশ্লিষ্ট সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
Be the first to comment