পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ‘দলদাস’ বলে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভায় সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, এই রকম স্পিকার থাকা গণতন্ত্রের জন্য অশুভ। এদিন শুভেন্দু বলেন, ‘কোম্পানির কর্মচারীদের সামনে ওদের নেত্রী হেরেছেন সেকথা বলা যাবে না। তাহলে রে রে করে উঠবেন। আমি তার পরেও বলেছি।
বলেছি, ১৯৯৬ সালে করেলে অচ্যূতানন্দন জি হারেন কিন্তু LDF জেতে। LDF নতুন মুখ্যমন্ত্রী বেছে নিয়েছিল। হিমাচল প্রদেশে বিজেপি জেতেন কিন্তু প্রেমকুমার ধুমলজি ২টি আসন থেকে হারেন। তার পরও পার্টি তাঁকে মুখ্যমন্ত্রী করতে চাইলে তিনি অস্বীকার করেন।’
শুভেন্দুর অভিযোগ, ‘এই কথাগুলিও বলতে বাধা দেন স্পিকার। তাঁর দাবি বিষয়টি বিচারাধীন। আমি বললাম, এব্যাপারে আদালতের কোনও অন্তর্বর্তী রায় নেই। আর মুখ্যমন্ত্রীর হার অবৈধ হলে আমি বিধানসভায় বসে আছি কী করে? আমাকে বার করে দিন।’
এরপরই স্পিকারকে চরম কটাক্ষ করেন শুভেন্দু। বলেন, ‘এই রকম দলদাস স্পিকার। যিনি ২ কোটি ২৮ লক্ষ ভোট পাওয়া ভারতীয় জনতা পার্টির কণ্ঠরোধ করতে চাইছেন, গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক’। শুভেন্দু আরও বলেন, ‘স্পিকারের কাজ বিধানসভায় বিরোধীদের অধিকার সুরক্ষিত করা। আইন মেনে চলা। কিন্তু যে প্রতীকে তিনি জিতে এসেছেন তার প্রতি দুর্বলতা ঠিক নয়। তাই আমরা আজকের অধিবেশন বয়কট করেছি।’
শুভেন্দুর অভিযোগ, এদিন বিধানসভার অন্দরে তাঁকে বাবা তুলে আক্রমণ করেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। বিষয়টি নিয়ে বিজেপি বিধায়করা প্রতিবাদ করলেও পার্থবাবুর ওই মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেননি স্পিকার।
Be the first to comment