বাইরে NOTA-র থেকেও কম ভোট পায়, তৃণমূল কংগ্রেস হল গরুর গাড়ির হেডলাইটঃ শুভেন্দু অধিকারী

Spread the love

দেশের বিভিন্ন প্রান্তে তৃণমূলের ২১ জুলাই পালনকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, তৃণমূল কংগ্রেস হল গরুরগাড়ির হেডলাইট। মঙ্গলবার দুর্গাপুরে এক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন শুভেন্দু।

বিরোধী দলনেতার কথায়, ‘আমি আসামের পর্যবেক্ষক ছিলাম। তৃণমূল কংগ্রেস বাইরের রাজ্যে নোটার থেকেও কম ভোট পায়। এখানে তৃণমূল আছে মাননীয়ার তথাকথিত দুধেল গাই আর পুলিশের জন্য। কোনও সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে নেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস হল গরুর গাড়ির হেডলাইট।’

পাশাপাশি এদিন দুর্গাপুরের বিভিন্ন রুগ্ন সংস্থার জমি রাজ্য সরকার গোপনে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘রুগ্ন শিল্প বাঁচানোর অনেক উপায় আছে। কিন্তু জমি বিক্রি করতে দেব না। আমার জমিরক্ষার আন্দোলনে ডক্টরেট আছে। নন্দীগ্রাম – হরিপুরে ২৩৫-এর দম্ভকে চূর্ণ করেছিলাম। জমি কাগজে কলমে বিক্রি করে দিলেও আমরা পজেশন নিতে দেব না।

এদিন ফের হরিণঘাটার মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির প্রসঙ্গ তোলেন শুভেন্দু। বলেন, ‘বিশ্ববাংলার একটা ছোট ওয়েবসাইটে টেন্ডার ডেকে মেট্রো ডেয়ারির শেয়ার জালানদের বিক্রি করল ৮৫ কোটি টাকায়। তার ১৫ দিন পরে ওই শেয়ারের ১৫ শতাংশ ৫০০ কোটি টাকায় জালানরা বিক্রি করল সিঙ্গাপুরের একটি সংস্থাকে। সবকিছুর তদন্ত করছে ইডি। ছিপে রাঘববোয়ালরা উঠবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*