ভারতী ঘোষ এখনও নিজেকে জেলার দণ্ডমুণ্ডের কর্তা মনে করেন । ওনার অভ্যাসের কোনও পরিবর্তন হয়নি। যেভাবে সাধারণ মানুষকে অত্যাচার করেছে, যেভাবে তোলাবাজি করেছে, তাতে বোঝাই যাচ্ছে আজকের ঘটনা জনরোষের বহিঃপ্রকাশ । তমলুক লোকসভার মহিষাদল এলাকায় ভোটের পরিস্থিতি খতিয়ে দেখতে এসে মহিষাদল পঞ্চায়েত সমিতির অফিসে আসেন শুভেন্দু। সেখানেই ভারতী ঘোষ প্রসঙ্গে এমনটাই বলেন শুভেন্দু ।
তিনি আরও বলেন, যার নিরপত্তারক্ষী তাঁকে তো নিরাপত্তা দেওয়া দরকার। ভোটারদের পেটাচ্ছেন কেন ? সবসময় ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন ভারতী ঘোষ। আইনকেও মানেন না। আজকের ঘটনা সম্পর্কে আমার একটাই মন্তব্য, কয়লাকে দুধে সিদ্ধ করলেও কয়লার কোনও পরিবর্তন হয় না। কয়লা কয়লাই থাকে।
পাশাপাশি শুভেন্দু আরও বলেন, উনি খুব অহংকারী। ২৩ তারিখ বিজেপি বুঝতে পারবে ভারতী ঘোষকে প্রার্থী করে তাদের কী অবস্থা হয়েছে। আমি নিশ্চিত তৃণমূল অনেক ভোটে জিতবে।
Be the first to comment