এবার বাংলায় NDA গড়তে তৎপর শুভেন্দু, বিহারের শরিক দলের সঙ্গে কলকাতায় বৈঠক

Spread the love

একুশের বিধানসভা ভোটে নিরঙ্কুশ জয় লাভের পর তৃণমূলের টার্গেট ২০২৪-এর লোকসভা ভোট। সেজন্য জাতীয় ক্ষেত্রে সমমনস্ক দলগুলোকে সঙ্গে নিয়ে বিজেপিবিরোধী জোট গড়তে তৎপর রাজ্যের শাসকদল। যাতে মুখ্য ভূমিকা নিচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। অন্যদিকে ওই একই কৌশলে এবার রাজ্যের শাসকদলকে কুপোকাত করতে চাইছেন শুভেন্দু অধিকারীও। তৃণমূলের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনের লক্ষ্যে এবার পশ্চিমবঙ্গেও ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা NDA তৈরি করতে চাইছেন বিরোধী দলনেতা। সেই লক্ষ্যে ইতিমধ্যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝির দল হিন্দুস্তানি আওয়াম মোর্চার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তিনি। 

উল্লেখ্য, বিহারে ক্ষমতায় রয়েছে NDA জোট। সেই জোটের অন্যতম শরিক হিন্দুস্তানি আওয়াম মোর্চা। নীতীশ কুমারের মন্ত্রিসভার সদস্য জিতনপুত্র সন্তোষ সুমন। জানা গিয়েছে, গত সপ্তাহে কলকাতায় এসে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। দুই রাজনীতিকের দীর্ঘক্ষণের বৈঠকে তৈরি হয়েছে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের প্রাথমিক রূপরেখা। কী সেই কৌশল?

সামনের অগাস্টেই CESC ঘেরাও অভিযানের পরিকল্পনা করছে পদ্ম শিবির। সূত্রের খবর, বিজেপির সঙ্গে যৌথ ভাবে সেই কর্মসূচিতে নামতে চলেছে হিন্দুস্তানি আওয়াম মোর্চা। এমনকী, সেখানে উপস্থিত থাকতে চাইছেন জিতনরাম মাঝি নিজে। CESC ঘেরাও অভিযানে ধর্নায় বসতে চাইছেন তিনি। কেবল শুভেন্দুর সঙ্গে বৈঠকই নয়, NDA জোট তৈরির লক্ষ্যে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকেও চিঠি দিয়েছে ‘হাম’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*