টলিউডে ফের দুঃসংবাদ, প্রয়াত অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়

Spread the love

আবারও টলিউডে দুঃসংবাদ। প্রয়াত বাংলা ছবির ও ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়। ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা। শোনা যাচ্ছে গত ১৬ মে ক্যানসারে আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হন শুভময় চট্টোপাধ্যায়। একাধিক বাংলা ছবি সিরিয়াল নাটকে কাজ করেছেন শুভময়। তবে খাদ্যনালীতে ক্যানসার হওয়ার পর ১৪ জুন সকাল সাড়ে আটটা নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারী হাসাপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুভময় চট্টোপাধ্যায়।

তিনি শুধুই অভিনেতা ছিলেন এমনটা নয় তিনি একাধারে গায়ক ও সংলাপ লেখকও বটে। ‘চোলাই’ ছবির সংলাপ তাঁরই লেখা। এছাড়াও শুভাষিস মুখোপাধ্যায় ও যিশু সেনগুপ্তের সঙ্গে ‘মহালয়া’ ছবিতে দেখা গিয়েছিল শুভময় চট্টোপাধ্যায়কে। এছাড়াও ‘চোলাই’ ছবিটিতে সংলাপের জন্য ফিল্মফেয়ার পুরস্করার পান অভিনেতা।

অভিনেতার প্রয়াণের পর ষড়রিপু খ্যাত পরিচালক অয়ন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “চলে গেল শুভদা। শুভময় চট্টোপাধ্যায়। বিভিন্ন জনের মিমিক্রি করতে ক্লান্তি ছিল না শুভদার। সুঅভিনেতা, সুগায়ক, দারুণ রসিক, প্রবল আড্ডাবাজ আর চমৎকার একজন লেখক। চোলাই ছবির সংলাপ লিখেছিল শুভদা।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*