তৃণমূল কংগ্রেস থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হলো মুকুল রায়ের পুত্র তথা বীজপুর বিধানসভার তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়কে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে একথাই জানালেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
উল্লেখ্য, ফল প্রকাশের পরেই তিনি শুভাংশু বাবার প্রশংসা করে বলেন, বাবার কাছে হেরে গেলাম। মানুষ বাবাকেই বেছে নিলেন ৷ বীজপুরে তৃণমূলকে লিড দেবে বলেছিলাম কিন্তু আমি ব্যর্থ হয়েছি ৷ তবে এখানেই থেমে না থেকে তিনি বলেন, বাবার জন্য গর্বিত। ভুলে গিয়েছিলাম মুকুল রায়ও ভূমিপুত্র। আর এই বিস্ফোরক মন্তব্যের পরেই সাসপেন্ডের শাস্তি নেমে আসে শুভ্রাংশুর ওপর ৷ দলবিরোধী মন্তব্যের জন্য তাঁকে ছ‘ বছরের জন্য তৃণমূল থেকে নির্বাসিত করা হয়েছে বলে জানান, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন পার্থবাবু?
শুনুন!
Be the first to comment