“জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন।” রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র ও রাজ্যের তীব্র সঙ্ঘাতের আবহে ফেসবুকে তাৎপর্যপূর্ণ বার্তা বিজেপি নেতা শুভ্রাংশু রায়ের। শনিবার বারবেলায় মুকুল পুত্রের এই ফেসবুক পোস্টকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তুঙ্গে উঠেছে তৃণমূলের টিকিটে দু’বার বিধায়ক হওয়া শুভ্রাংশুর ঘরে ফেরার জল্পনাও।
একুশের ভোটে বিজেপির টিকিটে বীজপুর থেকে ভোটে লড়েন শুভ্রাংশু। দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথমবার ভোটে জিতে বিধায়ক হলেও ছেলের গড় বাঁচাতে পারেননি মুকুল। সুবোধ অধিকারীর কাছে ভোটে হারতে হয় শুভ্রাংশুকে। আর এর মধ্যে যখন একাধিক তৃণমূল ত্যাগী বিজেপি নেতার ‘ঘরওয়াপসি’র সম্ভাবনা প্রবল হচ্ছে তখন বিজেপি নেতার এই ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে এখন কেন্দ্র ও রাজ্যের সঙ্ঘাত তুঙ্গে। এই আবহে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির ছেলে শুভ্রাংশু কার্যত রাজ্য সরকারকেই সমর্থন করছেন বলে মনে করা হচ্ছে। অন্তত তাঁর ফেসবুক পোস্টে তেমনটাই ইঙ্গিত।
Be the first to comment