তাঁর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তোলপাড় রাজনীতি। মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের পরবর্তী রাজনৈতিক কী হতে চলেছে? এই প্রশ্ন নিয়ে জল্পনা তুঙ্গে। বিতর্কের সূত্রপাত শুভ্রাংশু রায়ের একটি পোস্টকে কেন্দ্র করে। তিনি এই পোস্টে লিখেছেন, ‘জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে, আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন’। এরপরেই প্রশ্ন উঠছিল, তবে কি তৃণমূলে ফিরে যাবেন এই নেতা? সোশ্যাল মিডিয়াতেও জল্পনা তুঙ্গে।
শুভ্রাংশু রায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই বিষয়ে এখন আমি কোনও মন্তব্য করতে চাই না। আমার মা অসুস্থ।এই নিয়ে এখন কিছু বলতে চাই না।’ এই জল্পনার কোনও স্পষ্ট উত্তর দেননি শুভ্রাংশু। তবে তাঁর ফেসবুক পোস্ট এবং পোস্টের পর যাবতীয় জল্পনা নিয়ে নীরবতা বজায় রাখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
প্রসঙ্গত, ১৪ মে সস্ত্রীক করোনায় আক্রান্ত হন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা রাজ্যের বিধায়ক মুকুল রায়। বাড়িতে থেকেই মুকুল রায়ের চিকিৎসা হচ্ছিল। কিন্তু তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।
Be the first to comment