করোনায় প্রয়াত প্রখ্যাত প্যাথলোজিস্ট সুবীর দত্ত

Spread the love

প্রথমে শঙ্খ ঘোষ, তারপর ব্রজ রায় । করোনা প্রাণ কেড়েছে একের পর এক কৃতি বঙ্গসন্তানের । শুক্রবার সেই তালিকাটা আর একটু বাড়ল ৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রখ্যাত প্যাথলোজিস্ট সুবীর দত্ত । বয়স হয়েছিল ৯০ বছর।

প্রায় তিন সপ্তাহ আগে কোভিডের উপসর্গ নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সুবীর দত্ত । ২৫ মে তাঁর করোনা পরীক্ষার রিপাের্ট পজিটিভ আসে । এরপর অবস্থার অবনতি হলে তাকে ভেল্টিলেশনে রাখা হয় । শুক্রবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

কলকাতার বিখ্যাত নমুনা পরীক্ষা কেন্দ্র সায়েন্টিফিক ক্লিনিক্যাল ল্যাবরেটরির এগ্‌জিকিউটিভ ডিরেক্টর ছিলেন সুবীর দত্ত । এর আগে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে মেডিসিন বিভাগের ডিন । তাঁর মৃত্যুতে চিকিৎসক মহলে শোকের ছায়া ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*