এক টানা কথা বলতে সমস্যা হয় দীর্ঘদিন, কি ভাবে এর সমাধান সম্ভব? মেডিক্যাল বোর্ডের কাছে জানতে চাইলেন সুব্রত মুখোপাধ্যায়

Spread the love

এই সমস্যা তাঁর দীর্ঘদিনের। গলার সমস্যা। হাসপাতালে ভর্তি থাকাকালীন গলার চিকিৎসা করিয়ে নিতে চান সুব্রত মুখোপাধ্যায়।এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর জেল হেফাজতে থাকাকালীন অসুস্থ বোধ করেন মন্ত্রী। এরপর থেকেই এসএসকেএমে তিনি চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল বোর্ডের সদস্যদের কাছে নিজের গলার সমস্যার কথা জানিয়েছিলেন সুব্রতবাবু। তাঁর একটানা কথা বলতে অসুবিধা হয়। এই সমস্যা চিকিৎসার মাধ্যমে দূর করা সম্ভব কিনা, তাই মেডিক্যাল বোর্ডের সদস্যদের কাছে জানতে চেয়েছিলেন তিনি।

এরপরই Institute Of Otorhinolaryngology Head and Neck-র বিভাগের চিকিৎসকরা সুব্রতবাবুর ভোকাল কর্ড পরীক্ষা করেন। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, বর্ষীয়ান মন্ত্রীর ভোকাল কর্ডে ত্রুটি রয়েছে। সেই ত্রুটি দূর করার জন্য স্পিচ থেরাপির সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি সিওপিডি-তে আক্রান্ত সুব্রতবাবু দীর্ঘদিন ধরেই নেবুলাইজার ব্যবহার করেন। তাঁর গলার সমস্যার এটাও একটি কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। তবে স্পিচ থেরাপির মাধ্যমে সুব্রতবাবুর গলার সমস্যা অনেকটাই দূর হবে বলে ভাবছেন তাঁরা। সুব্রতবাবুর শারীরিক অবস্থা এমনিতে স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁরা।

নারদ কাণ্ডে ৩ অভিযুক্তের শারীরিক অবস্থা কেমন রয়েছে, চিকিৎসা পদ্ধতি-সহ একাধিক বিষয়ে আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে। সংশোধনাগারের হাসপাতালে রেখেই চিকিৎসা সম্ভব কিনা, সমস্ত বিষয় নিয়ে কথা হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*