‘ইয়াস’ মোকাবিলায় হাসপাতালে আটকে থাকতে নারাজ সুব্রত মুখোপাধ্যায়

Spread the love

হাসপাতালে আটকে থাকতে নারাজ সুব্রত মুখোপাধ্যায়। মাঠে নেমে ‘ইয়াস’ পরিস্থিতি মোকাবিলা করতে চান। কিন্তু তাতে তীব্র আপত্তি চিকিৎসকদের।

তাঁদের দাবি, মন্ত্রীর শরীর এখন ধকল নেওয়ার মতো অবস্থায় নেই। কিন্তু নাছোড়বান্দা রজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী। তাই সোমবার এসএসকেএম-এ মেডিক্যাল বোর্ড বসছে। সুব্রতর শারীরিক অবস্থা খতিয়ে দেখে তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর হৃদযন্ত্রের গতি স্বাভাবিক ছন্দে নেই। তাঁকে অ্যাঞ্জিয়োগ্রাফ করার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু রাজি হচ্ছেন না মন্ত্রী। বরং বাড়ি যেতে চাইছেন। তবে তাঁর এই আর্জি একেবারেই মানতে চাইছেন না চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া আদৌ নিরাপদ কি না, তা খতিয়ে দেখতে তাই মেডিক্যাল বোর্ড বসছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*