সপ্তম দফার ভোটে দক্ষিণ ২৪ পরগনার উপর বিশেষ নজর রাখতে হবে। সোমবার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ দিলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। এদিন সকাল ১১টা থেকে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার। সঙ্গে ছিলেন ৪২টি লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষকরা। যে ৩৪টি কেন্দ্রে ইতিমধ্যে ভোট হয়ে গেছে, সেখানকার বিস্তারিত তথ্য জানতে চান তিনি। বাকি ৯টি কেন্দ্রের পর্যবেক্ষকদের একাধিক নির্দেশ দেন। পাশাপাশি এদিন জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।
সূত্রের খবর, ১৯ মে সপ্তম দফায় রাজ্যের যে ৯টি কেন্দ্রে ভোট হবে সেই কেন্দ্রগুলি নিয়ে নির্দেশ দেন ডেপুটি নির্বাচন কমিশনার। দক্ষিণ ২৪ পরগনার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে খবর। দক্ষিণ ২৪ পরগনায় স্পর্শকাতর বুথের সংখ্যা সবচেয়ে বেশি। অতীতে নির্বাচনের দিন গোসাবা, বাসন্তী, ভাঙড়ের মতো এলাকায় হিংসার ঘটনা ঘটেছে। তা নিয়ে রিপোর্ট পেয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনারও। তাই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিশেষ নির্দেশ দেন তিনি। এছাড়াও, গণনা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। প্রতিটি লোকসভায় ৩৫টি ভিভিপ্যাট গণনার জন্য বেশি সময় লাগবে বলে মত কমিশনের একাংশের। তাই দ্রুত গণনা শেষ করার জন্য বিশেষ টিপস দেন জৈন।
Be the first to comment