ছবির চরিত্রের জন্য নিজেকে আমূল বদলে ফেলেছেন বলিউডের বহু তারকা। তবে এই তালিকায় সম্প্রতি নাম লিখিয়েছেন বরুণ ধাওয়ান। আগামী ছবি ‘সুই ধাগা মেড ইন ইন্ডিয়া’-তে একেবারেই অন্য রূপে দেখা যেতে চলেছে বরুণকে। গ্রামের এক সাধারণ দর্জি মৌজির চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর তাঁর স্ত্রী মমতার চরিত্রে রয়েছে অনুষ্কা শর্মা। বলিউড ডিভাকেও এই ছবিতে দেখা যাবে একেবারেই ছাপোষা লুকে।
ইতিমধ্যেই সুই ধাগা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চালু হয়ে গিয়েছে ‘সুই ধাগা চ্যালেঞ্জ’। এই চ্যালেঞ্জ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সূঁচে সুতো পড়াতে হবে অংশগ্রহণকারীদের। সম্প্রতি এই চ্যালেঞ্জ নিয়েছিলেন আলিয়া ভাট এবং আদিত্য রায় কাপুর। শেষ মুহুর্তে আদিত্যকে হারিয়ে দিয়ে চ্যালেঞ্জ জিতে নেন আলিয়া। এরপর অবশ্য আলিয়া এবং আদিত্য এই চ্যালেঞ্জ খেলার জন্য মনোনীত করেন করণ জোহর এবং রণবীর কাপুরকে।
সম্প্রতি সেই প্রতিযোগিতার একটা ভিডিও টুইটারে শেয়ার করেছেন করণ। যেখানে সূঁচে সুতো পড়াতে গিয়ে রীতিমতো কসরত করতে হয়েছে করণ এবং রণবীরকে। তবে চ্যালেঞ্জ জিতে নিয়েছেন রণবীর। আর এ বার করণ এবং রণবীর কাপুর মনোনীত করেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংকে। এই জুটির মধ্যে ‘সুই ধাগা চ্যালেঞ্জ’ কে জিতে নেন সেটাই এখন দেখার।
দেখুন ভিডিও-
Be the first to comment