ফের মেট্রোয় আত্মহত্যা, কিছুক্ষণের জন্য ব্যাহত মেট্রো পরিষেবা..

Spread the love

রোজদিন ডেস্ক :- ফের মহানগরীতে মেট্রোয় আত্মহত্যা! যার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হল মেট্রো চলাচল! স্বাভাবিক পরিষেবা বন্ধ রাখতে হল প্রায় আধঘণ্টা।বুধবার বিকেল সোয়া চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনাটি ঘটে।

আত্মহত্যার পর মূলত তিন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই তিনটি স্টেশন হল – চাঁদনি চক, এসপ্ল্য়ানেড এবং পার্ক স্ট্রিট।

এই তিনটি স্টেশন বাদ দিয়ে একদিকে, দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলাচল করানো হয়। অন্যদিকে, কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল জারি রাখা হয়। এর ফলে বেজায় সমস্যায় পড়েন যাত্রীরা।

পর্যবেক্ষণ করে জানা যায়, মাঝে বেশ কিছুদিন বন্ধ ছিল কিন্তু আবারও মেট্রোয় আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এই ধরনের ঘটনা ঠেকাতে রেলের তরফে প্রত্যেকটি মেট্রো স্টেশনে আরপিএফ জওয়ান মোতায়েন করা থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরায় সর্বক্ষণ নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু, তাতেও বিশেষ লাভ হয়নি।

উল্লেখ্য, আত্মহত্যা ঘটনা যাতে না ঘটে, না নিশ্চিত করতেই ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের প্রত্যেকটি প্ল্যাটফর্মে লাইনের ধার ধরে কাচের দেওয়াল এবং স্বয়ংক্রিয় দরজা লাগানো হয়েছে। অত্যাধুনিক এই ব্যবস্থাপনা পরিষেবা আরও সুরক্ষিত করে তুলেছে। কিন্তু, উত্তর-দক্ষিণ রুটে এমন কোনও ব্যবস্থা না থাকাতেই সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না বলে মত সকলের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*