শর্তসাপেক্ষে সুজয়কৃষ্ণের প্যারোলের মেয়াদ বাড়ল‌

Spread the love

প্যারোলের মেয়াদ বাড়ল‌ সুজয়কৃষ্ণ ভদ্রর। শর্তসাপেক্ষে ১৬ জুলাই পর্যন্ত তিনি প্যারোলে থাকতে পারবেন বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।ফের ১৭ জুলাই তাঁকে প্রেসিডেন্ট জেল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।

গত মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী বীণা ভদ্র। শর্তসাপেক্ষে সেই প্যারোলের মেয়াদই এবার বাড়াল হাইকোর্ট।নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই আছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। স্ত্রীর মৃত্যুর সময় তিনি জেলে থাকলেও, স্ত্রী মারা যাওয়ার পর প্যারোলে মুক্তি পান তিনি। সেই মেয়াদই বাড়িয়ে ১৬ জুলাই অবধি করল আদালত।

তবে বেশ কিছু শর্ত দিয়েছে আদালত। জানিয়েছে, ১৬ জুলাই অবধি তাঁর সঙ্গে ২৪ ঘণ্টার জন্য থাকবেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার একজন ইডি অফিসার।‌ থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা।এমনকী, সুজয়কৃষ্ণ ভদ্র যদি স্ত্রীর পারলৌকিক কাজের জন্য কোনও মন্দির বা অন্য কোনও স্থানে যান, তাহলে তা ১০ কিলোমিটারের মধ্যে হতে হবে। সেখানে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা আগে ইডিকে জানাতে হবে। তিনি কোন সময় কী করছেন, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য রাখতে হবে। এমনকী রেজিস্টারও রাখতে হবে আধিকারিকদের সঙ্গে। তাতেই লেখা থাকবে পুঙ্খানুপুঙ্খ। একইসঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ির সামনে কোনওরকম ভিড় করা যাবে না বলেও নির্দেশ হাইকোর্টের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*