রোজদিন ডেস্ক,কলকাতা :- সোমবার সকালে প্রেসিডেন্সি জেলের মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়লেন ‘কালীঘাটের কাকু।’ জ্ঞান হারালেন জেলের ভেতরেই। ফলে নিয়োগ মামলায় এদিন চার্জ গঠন করতে পারল না ইডি। এমতাবস্থায় বিচারক জানালেন, ‘মামলার পরবর্তী শুনানি আগামী ২ জানুয়ারি। সব ঠিক থাকলে এই মামলায় সে দিনই প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। তবে ‘কাকুর’ শারীরিক অবস্থার দিকে নজর রাখা হবে। তাঁর মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে আদালত।’
জেলবন্দি হওয়ার পর থেকেই কার্যত অসুস্থ ‘কালীঘাটের কাকু।’ তাঁর নিয়মিত চিকিৎসা চলে জেল হেপাজতেই। এই কারণেই এর আগে বহুবার তিনি আদালতে সশরীরে হাজির হতে পারেন নি। যদিও ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি। কিন্তু আদালতের নির্দেশে তাঁকে হেপাজতে নিয়েছে সিবিআই। সিবিআই হেপাজতে থাকাকালীন তিনি খাওয়া-দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। তাঁর শারীরিক অসুস্থতার কথা ভেবে তাঁকে পুনরায় প্রেসিডেন্সি জেলে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এদিন প্রেসিডেন্সি জেলের ভেতরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু।’ জ্ঞান হারান জেলের মধ্যেই। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। এসএসকেএমে তাঁকে নিয়ে যাওয়া হলে, তাঁর আইনজীবী তীব্র আপত্তি জানান। আদালতে কাকুর আইনজীবী সোমনাথ সান্যাল জানান, সুজয় কৃষ্ণের চিকিৎসা হোক আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। কিন্তু তাঁর আবেদনে পালটা আপত্তি জানায় ইডি। শেষ পর্যন্ত আদালত নির্দেশ দেয়, ‘কাকু’কে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কোনও সমস্যা নেই। শুধু কলকাতা পুলিশকে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যদিকে, প্রাথমিকে ইডির করা মামলায় আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল। চার্জ গঠনের সময়ে অভিযুক্তদের আদালতে সশরীরে হাজির থাকতে হয়। পর পর কয়েক দিন এই কারণে আদালতে গিয়েছিলেন ‘কাকু’ও। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় চার্জ গঠনের প্রক্রিয়া পিছিয়ে গেল।
Be the first to comment