সংসদে বিজেপি বিরোধিতায় প্ল্যাকার্ড হাতে ধরনা সুনীল মণ্ডলের

Spread the love

সামনের সারিতে দাঁড়িয়ে শতাব্দী রায়, কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়, সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের মতো তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট সাংসদরা। আর তাঁদের ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছেন তিনি ৷ হাতে ধরে থাকা কালো রঙের প্ল্যাকার্ডে হলুদ আর সাদা হরফে জ্বলজ্বল করছে চারটে শব্দ ৷ তাতে লেখা, ‘‘ত্রিপুরায় স্বৈরতন্ত্র নিপাত যাক’’ ৷ বাকি সাংসদদের সঙ্গে গলা মিলিয়ে স্লোগানও তুলছেন। ইস্যু, ত্রিপুরায় তৃণমূলের যুব নেতাদের উপর হামলা ৷ নিশানায়, ত্রিপুরা তথা কেন্দ্রের প্রধান শাসকদল বিজেপি ৷

সোমবার দিল্লির সংসদ ভবন চত্বরে আবারও একবার কেন্দ্রবিরোধী ভূমিকায় সক্রিয় হলেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল ৷ আর সংবাদ মাধ্যমে সেই ছবি প্রকাশ্যে আসতেই সুনীলের রাজনৈতিক অবস্থান নিয়ে ফের শুরু হল জলঘোলা ৷ সোমবার সুনীলকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, তিনি তৃণমূলের ছিলেন, তৃণমূলেই আছেন ৷ তাই দলের প্রতিবাদ কর্মসূচিতে থাকাটাই তাঁর পক্ষে স্বাভাবিক। এমনকী, নিজের সঙ্গে বিজেপির কোনও সম্পর্কই মানতে রাজি হননি সুনীল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*