নোয়াপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক সুনীল সিং ও বাগমুন্ডির কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো কী এবার যোগ দিতে চলছেন বিজেপিতে? লোকসভা ভোটের আগে এই দুই নেতার বিজেপিতে যোগদান প্রসঙ্গে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি?
তবে বৃহস্পতিবার সব জল্পনা উড়িয়ে দিয়ে কংগ্রেসের নেপাল মাহাতো বলেন, কয়েকটি সংবাদমাধ্যমে প্রচারিত হচ্ছে, আমি নাকি দলত্যাগ করছি। এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা এবং উদেশ্যপ্রণোদিত ভাবে সেই মিথ্যা ছড়ানো হচ্ছে। আমি স্বর্গীয় দেবেন মাহাত’র পুত্র। যে দেবেন মাহাত ছিলেন পুরুলিয়া কংগ্রেসের প্রাণপুরুষ। স্বয়ং প্রয়াতা ইন্দিরা গান্ধীর পদধূলিতে ধন্য আমাদের বাড়ী। গান্ধী পরিবার ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি আমার আনুগত্য আমৃত্যু থাকবে। তাই আমার ভবিষ্যৎ নিয়ে অযাচিত ভাবনা যাঁরা করছেন,তাঁদের সে কাজে বিরত থাকাই শ্রেয়।
অন্যদিকে নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং বলেন, এই বিষয়ে আমি কিছুই বলতে চাই না। আমি তৃণমূলের সঙ্গেই আছি। আপাতত কোনও দল পরিবর্তন যে করছেন না তা সাফ জানিয়ে দিয়েছেন সুনীল সিং। পাশাপাশি অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে সুনীল সিং বলেন, কে কোন দলে গেল তাতে আমার কিছু যায় আসে না। এমনকি দলেরও যে কোনও কিছু যায় আসে না সেকথাও স্পষ্ট করে দিয়েছেন গাড়ুলিয়া পুরসভার চেয়ারম্যান তথা নোয়াপাড়ার এই বিধায়ক।
Be the first to comment