স্যারিডন সহ ৩টি ওষুধের উপর থেকে ব্যান তুলে নিল সুপ্রিম কোর্ট

Spread the love

তিন দিনেই প্রত্যাহার ব্যান ৷ স্যারিডন সহ ৩টি ওষুধের উপর থেকে ব্যান তুলে নিল সুপ্রিম কোর্ট ৷ একই সঙ্গে কেন্দ্রের কাছে এই ব্যান সংক্রান্ত জবাবদিহি চেয়ে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত ৷ যদিও নিষিদ্ধকরনের তালিকায় থাকা বাকি ৩২৫টি ওষুধের উপর এখনও ব্যান অব্যাহত ৷

স্বাস্থ্য মন্ত্রকের অভিযোগ, ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি এই ৩২৮ টি ফিক্সড ডোজ এবং কম্বিনেশনের ওষুধের প্রভাব ও ক্ষতিকারক প্রভাব সম্পর্কে কোনও পরীক্ষা-নিরীক্ষা না করেই বাজারে ছেড়ে দিয়েছে ৷ এর ফলে এই ওষুধগুলি ব্যবহার করে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্য ৷ এতেই ৬ হাজার ব্র্যান্ডের ওষুধের উপর ব্যান লাগে।
সম্প্রতি বাজার চলতি জনপ্রিয় ৩২৮ টি ফিক্সড ডোজ এবং কম্বিনেশনের ওষুধ নিষিদ্ধ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নিষিদ্ধ ওষুধের তালিকায় ছিল ‘পিরামল’-এর বানানো স্যারিডন ৷ এছাড়াও তালিকায় রয়েছে ‘অ্যালকেম ল্যাবরেটরি’-র ট্যাক্সিম এ-জেড এবং ‘ম্যাকলয়েড ফার্মা’-র প্যানডার্ম প্লাস মলম, ডায়াবিটিসের ওষুধ গ্লুকোনর্ম পিজি, অ্যান্টিবায়োটিক লুপিডিকলক্স।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*