রাজনীতির ক্ষেত্রকে অপরাধমুক্ত করতে হবে। আর এই লক্ষ্যে এবার অভূতপূর্ব নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এবার থেকে ভোটে কেউ প্রার্থী হলে সেই ব্যক্তির অপরাধ-যোগের নথি জমা দিতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিল শীর্ষ আদালত। পাশাপাশি সংশ্লিষ্ট হাইকোর্টের অনুমতি ছাড়া আইনপ্রণেতাদের বিরুদ্ধে রুজু হওয়া ফৌজদারি মামলা কোনও আইনজীবী প্রত্যাহার করতে পারবেন না বলেও মঙ্গলবার পর্যবেক্ষণে জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি রোহিন্তন নরিম্যান এবং বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ।
এর আগে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি এক রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল, প্রার্থী নির্বাচিত করার ৪৮ ঘণ্টা থেকে দুই সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলিকে প্রার্থী সম্পর্কে বিশদ তথ্য সংবাদপত্রে প্রকাশ করতে হবে। অপরাধ-যোগ থাকা সত্ত্বেও কেন সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রার্থী হিসেবে বাছা হল, তা জানিয়ে রাজনৈতিক দলগুলিকে নিজেদের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করতে হবে। তবে সেই নির্দেশ মানা হচ্ছিল না বলে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে অভিযোগ ওঠে। আর তারপরই অভিযোগের ভিত্তিতে এমন কড়া অবস্থান নিলো সুপ্রিম কোর্ট।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সম্প্রতি সুপ্রিম কোর্টে দাখিল করা হয় একটি পিটিশন। সেই মামলার প্রেক্ষিতে এদিন শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, প্রার্থীর অবরাধ-যোগের বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে রাজনৈতিক দলগুলিকে। জাতীয় বা আঞ্চলিক রাজনৈতিক দল, দুইয়ের ক্ষেত্রেই এই নিয়ম বলবৎ হবে বলে জানায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।
Be the first to comment