অমৃতা ঘোষ:-
সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্টে গেল রাজ্য।
গত ২৭ অগাস্ট পশ্চিমবঙ্গ ‘ছাত্র সমাজে’র ডাকা নবান্ন অভিযানে ধুন্দুমার কাণ্ড বাধে চারিদিকে। রাতে এবিপি আনন্দর স্টুডিও থেকে বেরোতেই গ্রেফতার করা হয় সংগঠনের আহ্বায়ক সায়ন লাহিড়িকে।
এরপর সায়ন লাহিড়িকে গতকাল মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই মতো আজ দুপুর দুটোর আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে মুক্ত করা হয় তাঁকে । শুক্রবার এই মামলার শুনানিতে রাজ্য সরকারকে একাধিক প্রশ্নবাণে বিদ্ধ করে কলকাতা হাইকোর্ট।
মুক্ত হয়েই প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক। সায়ন লাহিড়ি বলেন, ‘হাইকোর্টের রায়ে খুশি।’
Be the first to comment