কর্ণাটক নিয়ে বুধবার রায় শোনাবে সুপ্রিম কোর্ট

Spread the love

কর্নাটক নিয়ে ধীরে চলো নীতি অবলম্বন করলো সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ক্ষুব্ধ বিধায়কদের নিয়ে রায় শোনানোর কথা থাকলেও তা পিছিয়ে দিল শীর্ষ আদালত। জানিয়ে দিলো, এ বিষয়ে বুধবার তাদের সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট। আগামীকাল সকাল ১০.৩০ মিনিটে রায় ঘোষণা হবে।

প্রসঙ্গত কিছুদিন আগেই কংগ্রেস ও জেডিএস জোট সরকারের উপর আস্থা হারিয়ে পদত্যাগ করেছিলেন বিধায়করা। কর্নাটক বিধানসভার অধ্যক্ষ সেই পদত্যাগ গ্রহণ না করায় শুরু হয় বিতর্ক। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। আজ এ বিষয়ে রায় শোনানোর কথা ছিল শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, বিধায়কদের ইস্তফা গৃহীত হবে কি না, তা আদালত স্পিকারকে বলে দিতে পারে না। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানায়নি আদালত।

অন্যদিকে সুপ্রিম কোর্টে বিক্ষুব্ধ বিধায়কদের পক্ষে আইনজীবী মুকুল রোহতগি বলেন, বিধায়করা যদি বিধানসভায় না যেতে চান, তাহলে স্পিকার তাঁদের জোর করতে পারেন না। জেডিএস-কংগ্রেস জোটের বিধায়করা এবং ২ নির্দল বিধায়ক পদত্যাগ করেছেন সরকার থেকে। ওই বিধায়কদের পদত্যাগপত্র গৃহীত হলে জোটের ১১৮ সদস্য সংখ্যা ১০০তে নেমে আসবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*