মাসানুর রহমান,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বিজেপির নেত্রী প্রিয়াঙ্কা শর্মা। তিনি থাকেন হাওড়ায়। গত শুক্রবার তাঁর বাড়ি থেকেই সকালে তাঁকে গ্রেফতার করেন লালবাজারের সাইবার অপরাধ দমন শাখার অফিসারেরা।
এদিকে শর্ত সাপেক্ষে জামিন দেবে সুপ্রিম কোর্ট। জানা গেছে লিখিত ক্ষমা না চাইলে জামিন মঞ্জুর করা যাবেনা। মঙ্গলবার প্রিয়াঙ্কার জামিনের আবেদনে একথা জানাল সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয় মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়া উচিত বিজেপি যুবনেত্রীর ৷ সর্বোচ্চ আদালতের তরফে একথা স্পষ্ট জানানো হয় যে ক্ষমা না চাইলে জামিন মঞ্জুর করা সম্ভব হবেনা।
Be the first to comment