রোজদিন ডেস্ক :- কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে বড় পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের। মঙ্গলবার সুপ্রিম আদালতে আরজি কর মামলার শুনানি ছিল। শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ স্পষ্ট জানায়, ‘বিনীত সংক্রান্ত মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। তাই ওই আবেদনটির শীর্ষ আদালতে শুনানি হবে না।’
এদিন সুপ্রিম কোর্ট থেকে বিনীতের মামলা প্রত্যাহারের অনুমতি দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল আরজি কর হাসপাতালের তরুণীর চিকিৎসক নাম প্রকাশ করেছিলেন বলে অভিযোগ ওঠে। তা নিয়েই একটি জনস্বার্থ মামলা হয় উচ্চ আদালতে। এরই মধ্যে সুপ্রিম কোর্টে চলা আরজি কর মামলার সঙ্গে নতুন করে বিনীতের বিরুদ্ধে আরও একটি মামলা যুক্ত হয়।
অন্যদিকে, উচ্চ আদালতে চলা মামলাটি বর্তমানে বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন।
শীর্ষ আদালতে বিনীতের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার কারণে বিনীত সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করতে চাইছিল না কলকাতা হাইকোর্ট। কারণ এই মামলার শুনানির জন্য উচ্চ আদালতের কাছে লিখিত কোনও নথি ছিল না। সুপ্রিম কোর্ট থেকে লিখিত নথি নিয়ে আসার জন্য আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের পর এটাই স্পষ্ট হল যে, হাইকোর্টে বিনীত গোয়েলের মামলার শুনানিতে আর কোনও সমস্যা রইল না।
Be the first to comment