সুরাতে বিধ্বংসী আগুন; মৃত কমপক্ষে ২০, শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী

Spread the love

ছবি- (এএনআই)

সুরাতের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগলো। আবাসনের ৩ তলায় শুক্রবার দুপুরে আচমকাই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তবে এখনও পর্যন্ত বিধ্বংসী আগুনে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। আহত হয়েছেন অনেক মানুষ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৮টি ইঞ্জিন।

জানা গিয়েছে, এদিন কমপ্লেক্সের তিনতলায় একটি হলের মধ্যে কোনও পার্টি চলছিল। সেই সময়েই আগুন লাগে। প্রাণ বাঁচাতে তিনতলার জানলার কাচ ভেঙে ঝাঁপ দিতে দেখা যায় বেশ কয়েকজনকে। পুলিশ এবং দমকলের তরফে জানানো হয়েছে মৃতেদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। ভিতরে অনেকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে সুরাতের সরথানা এলাকায়। সেখানকার তক্ষশিলা বিল্ডিংয়ের তিনতলায় আগুন লেগেছে বলে খবর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী ভাবে এই ভয়াবহ আগুন লাগলো তা এখনও জানা যায়নি। তবে তাদের প্রাথমিক অনুমান, বিল্ডিংয়ের পাশে রাস্তায় থাকা ট্রান্সফর্মার থেকেই এই আগুন লেগেছে। জানা গিয়েছে, তক্ষশিলা কমপ্লেক্সের তিনতলায় একটি কোচিং সেন্টারও ছিল। আগুন লাগার সময় সেখানে হাজির ছিল প্রায় ৪০ জন পড়ুয়া। তাদের অনেকেই এখনও ভিতরে আটকে রয়েছে বলে খবর।

দুর্ঘটনার পরই শোকপ্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেখুন ভিডিও-

https://youtu.be/N4HfoAyWvnw

দেখুন ছবি-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*