এবার খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনল কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার অভিযোগ, বৃহস্পতিবার গুজরাট ভোটের সময় রোড শো করে বিধিভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী। এদিন আমেদাবাদে ভোট দেওয়ার পর মোদীর রোড শোয়ের কয়েক মিনিট পরেই এই অভিযোগ তোলেন কংগ্রেস মুখপাত্র।
তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে। সাংবিধানিক পদে থেকেও বিজেপির নির্দেশে চলছে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে বলেও কটাক্ষ করেন সুরজেওয়ালা। কংগ্রেসের আরও দাবি, রোড শো, সি প্লেন দিয়ে ভোট প্রভাবিত করা যাবে না। গুজরাটে ভোট হচ্ছে উন্নয়নের প্রশ্নে।
অন্যদিকে, এদিন প্রধানমন্ত্রীর রোড শোয়ের পরই কংগ্রেস কর্মী, সমর্থকরা দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে ধুন্ধুমার বেধে যায় পুলিশের। দীর্ঘক্ষন চলে ধস্তাধস্তি।
Be the first to comment