কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সুস্মিতা দেব, অভিষেকের সঙ্গে বৈঠকের পর গেলেন নবান্নে

Spread the love

অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সুস্মিতা দেব। সোমবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই সবুজ বিগ্রেডে যোগ দিলেন শিলচরের নেত্রী। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্ন গেলেন তিনি। এদিন তৃণমূলের উত্তরীয় গলায় পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে গেলেন সুস্মিতা। তৃণমূল অসমে বড় দায়িত্ব দিতে পারে সুস্মিতাকে, এমনটাই সূত্রের খবর। 

কংগ্রেস ছাড়ার পরই সুস্মিতা দেবের তৃণমূল কংগ্রেসে যোগ নিয়ে জল্পনা বাড়ছিল। প্রসঙ্গত, ত্রিপুরার পাশাপাশি অসমেও মাটি শক্ত করতে চাইছে তৃণমূল। সেক্ষেত্রে সুস্মিতা দেবকে মুখ হিসেবে ব্যবহার করতে পারে এ রাজ্যের শাসকদল। সুস্মিতা দেবের মতো একজন নেতৃত্ব দল ছাড়ায় স্বভাবতই অবাক কংগ্রেসের বহু নেতা। যদিও সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে দলত্যাগের কোনও কারণ উল্লেখ করেননি সুস্মিতা দেব।

প্রসঙ্গত, রবিবার রাতে সোনিয়া গান্ধীর কাছে ইস্তফাপত্র পাঠান তিনি। সূত্রের খবর, তৃণমূলে যোগ দিতে পারেন শিলচরের প্রাক্তন সাংসদ। কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে লেখা একটি চিঠিতে দলের মহিলা শাখার প্রধান সুস্মিতা দেব বলেন, তিনি “জনসেবার নতুন অধ্যায় শুরু করছেন”।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*