প্রথমবার অলিম্পিকসে নেমেই বাজিমাত ৷ টেবিল টেনিসের সিঙ্গলসের প্রথম রাউন্ড জিতলেন বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায় ৷ পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে প্রথম রাউন্ডের ম্যাচে হারিয়ে দেন সুইডেনের লিন্ডা বার্জসস্ট্রোমকে ৷ ম্যাচের ফলাফল ৫-১১, ১১-৯, ১১-১৩, ৯-১১, ১১-৩, ১১-৯, ১১-৫ ৷ সুতীর্থা ছাড়াও মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ড জিতেছেন মণিকা বাত্রা ৷
বিশ্ব ক্রমতালিকায় ৮০ নম্বরে রয়েছেন সুইডেনের লিন্ডা বার্জসস্ট্রোম ৷ নিজের থেকে ব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বিপক্ষের বিরুদ্ধে শুরুটা ভাল হয়নি সুতীর্থার ৷ ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় অসাধারণ কামব্যাক করেন ৷ সেখান থেকে ম্যাচ জিতলেন ৪-৩ ব্যবধানে ৷ টোকিয়ো যাওয়ার আগে এক সাক্ষাৎকারে কোচ সৌম্যদীপ রায় বলেছিলেন, বিশ্বের তাবড় তাবড় টিটি খেলোয়াড়দের হারানোর ক্ষমতা রয়েছে সুতীর্থার ৷ কোচের ভরসার দাম দিলেন ৷ অলিম্পিকসের মঞ্চে পা রেখেই জয় তুলে নিলেন ৷
২০১৫ সালে বয়স ভাঁড়ানোর অভিযোগে নির্বাসন হয় সুতীর্থার ৷ প্রায় হারিয়ে যেতে বসেছিলেন ৷ কিন্তু একজন খেলোয়াড়কে জীবনে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় ৷ সুতীর্থাও সেটাই করেছিলেন ৷ ২০১৮ সালে কমনওয়েলথে সোনা জয়ী দলের সদস্য ছিলেন সুতীর্থা ৷ ছোটো ছোটো লক্ষ্যকে সামনে রেখে এগিয়েছেন ৷ কমনওয়েলথের পর অলিম্পিকস ৷ অলিম্পিকসের মঞ্চে পা রাখা ছোটোবেলার স্বপ্ন ছিল ৷ কঠিন সময় পেরিয়ে অলিম্পিকসের মঞ্চে প্রথম জয় তুলে নিয়েছেন সুতীর্থা ৷
আজ টোকিয়ো অলিম্পিকসের দ্বিতীয় দিনে টেবিল টেনিসের শুরুটা ভাল হয়নি ভারতের ৷ মিক্সড ডাবলস জুটি শরথ কমল ও মণিকা বাত্রা হেরে ছিটকে যায় ৷ ফলে একমাত্র আশা ছিল সিঙ্গলসে ৷ টিটিতে পদকের আশা জিইয়ে রাখলেন বাংলার মেয়ে সুতীর্থা ও দিল্লির মণিকা ৷ ২৯ বছর ধরে অলিম্পিকসে মহিলা টেবিল টেনিস সিঙ্গলসে জেতেনি ভারত ৷ মণিকা, সুতীর্থার হাত ধরে সেই খরা কাটল ৷ পাশাপাশি টেবিল টেনিসে অলিম্পিকসে এখনও পর্যন্ত পদকের মুখ দেখেনি ভারত ৷ দেখা যাক দেশের এই দুই কন্যা সেই আক্ষেপ পূরণ করতে পারেন কি না ৷
Be the first to comment