তৃণমূলের ‘শহিদ দিবস’-এর পালটা হিসাবে আগামী ২১ জুলাই ‘উলুবেড়িয়া চলো’-এর ডাক দিয়েছে বিরোধী বিজেপি ৷ কিন্তু, পুলিশ সেই জনসভার অনুমতি দেয়নি ৷ অনুমতি মেলেনি অন্য চারটি কর্মসূচিরও ৷ এরই প্রতিবাদে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আদালতের হস্তক্ষেপের দাবিতে মামলা রুজু করলেন তিনি ৷ আগামী মঙ্গলবার মামলাটির শুনানি হতে পারে ৷
করোনার কারণে গত দু’বছর কলকাতায় ২১ জুলাইয়ের অনুষ্ঠান করতে পারেনি তৃণমূল কংগ্রেস ৷ সংক্রমণ বাগে আসায় এবছর ফের ২১ জুলাই পালন করবে তারা ৷ একই দিনে পালটা কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি ৷ ওই দিন একসঙ্গে রাজ্যের পাঁচটি জায়গায় পাঁচটি প্রতিবাদ সভা করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে ৷ স্থির হয়েছে, সেদিনের মূল সভাটি অনুষ্ঠিত হবে হাওড়ার উলুবেড়িয়ায় ৷ বাকি চারটি প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে রাজ্য়ের অন্যান্য় জেলায় ৷ সেই চারটি কর্মসূচিতে বিজেপি-র যে নেতা ও কর্মীরা অংশগ্রহণ করবেন, তাঁরাই আবার দল বেঁধে পৌঁছে যাবেন উলুবেড়িয়ার মূল সভাস্থলে ৷ কিন্তু, এখনও পর্যন্ত এই পাঁচটির মধ্য়ে একটি সভারও অনুমতি দেয়নি পুলিশ ৷
বিজেপি-র বক্তব্য, একদিকে রাজ্য়ের শাসকদল ‘শহিদ দিবস’ পালন করছে ৷ অন্যদিকে, বিজেপি-র কার্যালয় ভাঙচুর করা হচ্ছে, সনাতনীদের উপর অত্যাচার করা হচ্ছে ৷ এরই প্রতিবাদে ‘উলুবেড়িয়া চলো’-এর ডাক দেওয়া হয়েছে ৷ কিন্তু, পুলিশ ও প্রশাসন তা আটকানোর চেষ্টা করছে ৷ এই পরিস্থিতিতে বাধ্য হয়েই শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হয়েছেন বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ এছাড়াও বিজেপি-র তরফে জানানো হয়েছে, আগামী ২১ জুলাই যে মাঠগুলিকে সভার জন্য বাছাই করা হয়েছে, সেগুলির মালিকদের ভয় দেখানো হচ্ছে ৷
অন্যদিকে, পুলিশের যুক্তি হল, তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে আগামী ২১ জুলাই কলকাতায় বিরাট জনসমাগম হবে ৷ বিভিন্ন জেলা থেকে গাড়িতে চড়ে অসংখ্য মানুষ রাজধানী শহরে আসবেন ৷ তাই আইন-শৃঙ্খলা রক্ষায় বাড়তি নজর দিতে হবে ৷ ফলে একই দিনে বিজেপি-র কর্মসূচি হলে সমস্যা তৈরি হতে পারে ৷ যদিও পুলিশের এই যুক্তি মানতে নারাজ বিজেপি ৷ তাদের বক্তব্য, বিরোধী কণ্ঠস্বর রুখতেই বিজেপি-কে রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না ৷
Be the first to comment