তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর মাথা চেয়ে পোস্টার দিলো মাওবাদীরা ৷ শুধু শুভেন্দুই নয়, শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতোর মাথা চেয়েও পোস্টার পড়েছে ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে মেদিনীপুর থেকে ৭ কিলোমিটার দূরে মুড়াকাটা গ্রামের রাস্তার ধারে মাওবাদী পোস্টার পড়ে থাকতে দেখা যায়। চোখে আসে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর মাথা’ চেয়ে পোস্টার। শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতোর মাথা চেয়েও পোস্টার পড়েছে। মাওবাদী সন্দেহে চারজন কে ধরার পরেই এই পোস্টার পাওয়ার পর বেশ আতঙ্ক ছড়িয়েছে জঙ্গলমহলে।
Be the first to comment