রেল, পোর্ট, ইএসআই হাসপাতালে ভ্যাকসিনের ব্যবস্থা করার আবেদন শুভেন্দু অধিকারীর

Spread the love

রাজ্যে ভ্যাকসিন নিয়ে বৈষম্য, বঞ্চনার শিকার হচ্ছেন বিজেপি কর্মীরা। শুভেন্দুবাবু বলেন, বিজেপি করার অপরাধে, ভারত মাতার সন্তান হিসেবে, প্রত্যন্ত অঞ্চলে যারা ভ্যাকসিন পাচ্ছেন না, বঞ্চিত হচ্ছেন, ১৮ বছরের ঊর্ধ্বে, তাদের তালিকা তৈরি করুন। আমি রেলওয়ের জিএম-এর সাথে কথা বলেছিলাম। রেলওয়ে হাসপাতালে ভ্যাকসিন-এর ব্যবস্থা আছে। কেন্দ্রীয় সরকারের, রেল, পোর্ট, এয়ারপোর্ট, ইএসআই-সহ যে সমস্ত হেলথ ইনফ্রাস্ট্রাকচার আছে, সেখানে ভ্যাকসিন-এর ব্যবস্থা করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্রবাবুর সঙ্গে কথা বলেছি।

পশ্চিমবঙ্গ স্বাস্থ‍্য স্বেচ্ছাসেবক অভিযানের সূচনার পর রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী ডিভিসির নামে অসত্য কথা বলছেন। স্টেক হোল্ডার রাজ্য সরকার। গত ২৭ তারিখ ডিভিসি অ্যালার্ট করেছিল। আমতা, উদয়নারায়ণপুর, খানাকুল, গড়বেতা, কোথায় মানুষকে অ্যালার্ট করা হয়েছে? দুয়ারে নর্দমার জল প্রকল্প। এর জন্য দায়ী অপদার্থ রাজ্য সরকার।

বিজেপি সূত্রে খবর, শুভেন্দু চাইছেন রেল হাসপাতালগুলিতে বিজেপি কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করা হোক। কেন্দ্রীয় সরকারকে তিনি আবেদন জানিয়েছেন, যাতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন জায়গায় যেমন বিমানবন্দর, রেল হাসপাতাল, ইএসআই হাসপাতালে সরাসরি কেন্দ্রের নিয়ন্ত্রণে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়। এ বাদেও আর্মি হাসপাতাল থেকেও ভ্যাকসিন দেওয়ার বিষয়ে ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। 

হেস্টিংস কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ স্বাস্থ‍্য স্বেচ্ছাসেবক অভিযানের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডি পুরন্দেশ্বরী, ডা. ইন্দ্রনীল খান প্রমুখ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*