হাওয়াই দ্বীপপুঞ্জে মলোকাই চ্যানেল পার করে নজির গড়েছেন বঙ্গকন্যা সায়নী। পূর্ব বর্ধমানের কালনার সায়নী দাস গত ২৯ এপ্রিল অর্থাৎ শুক্রবার এই অভিযান শেষ করেছেন। বাংলার এই কন্যার নামের সঙ্গে জুড়ে গিয়েছে ইংলিশ চ্যানেল, রটনেস্ট, ক্যাটারিনা চ্যানেল জয়ের সম্মান। এশিয়ার তিনিই প্রথম মহিলা হিসেবে হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল পার করলেন। আর বুধবার সায়নী রাজ্যের ক্রীড়া দপ্তরে এসে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করেন। পাশাপাশি মন্ত্রীর সঙ্গে শেয়ার করেন তাঁর সাফল্যের অভিজ্ঞতার কথাও। এদিন ক্রীড়া মন্ত্রী বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করার জন্য তাঁকে ব্যক্তিগত ভাবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও আন্তরিক অভিনন্দন জানান।
দীর্ঘদিন ধরেই এই অভিযানের জন্য অনুশীলন চালাচ্ছিলেন সায়নী। পুরীর পর ভাগীরথীতে সাঁতার কেটেছেন দিনের পর দিন। কালনার জলকন্যা সায়নী দাস গত ২৭ মার্চ মলোকাই চ্যানেল পার করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
মলোকাই জয় করায় এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে সায়নীর নাম লেখা হল ইতিহাসের পাতায়। ২০২০ সালের সেপ্টেম্বরে মলোকাই চ্যানেলে নামার কথা ছিল সায়নীর। চ্যানেল কর্তৃপক্ষের চূড়ান্ত সম্মতিও মিলেছিল। সারা হয়ে গিয়েছিল সমস্ত প্রস্তুতিও। কিন্তু করোনা মহামারীর আবহের জেরে বাতিল করতে হয় সেই কর্মসূচি। তত দিনে ২০১৭, ২০১৮, ২০১৯ সালে সায়নী অতিক্রম করে ফেলেছেন ইংলিশ চ্যানেল, রটনেস্ট চ্যানেল আর ক্যাটালিনা চ্যানেল।
Be the first to comment