থেমে গেল আঙুলের জাদু , প্রয়াত হলেন জাকির হুসেন

Spread the love

রোজদিন ডেস্ক :-  পথ চলা থামল তবলার যাদুকরের। রবিবার রাতে ৭৩ বছর বয়সে আমেরিকার সানফ্রান্সিসকোর এক হাসপাতালে প্রয়াত হন এই কিংবদন্তি।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাঁকে আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি করানো হয়। তারঁ বন্ধু রাকেশ চৌরাসিয়া পিটিআইকে জানান, বহুদিন ধরেই হৃদযন্ত্রে সমস্যায় ভুগছিলেন জাকির। ম্যানেজার নির্মলা বাচানি সংবাদমাধ্যমকে জানান, উচ্চরক্তচাপের সমস্যাও ছিল। গত দুই সপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন জাকির। রবিবার তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই কিংবদন্তী শিল্পী।
মুম্বইয়ে ১৯৫১ সালে জন্ম উস্তাদ জাকির হুসেনের। তিনি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ তথা প্রাক্তন অভিনেতা উস্তাদ আল্লা রাখার পুত্র। মাত্র তিন বছর বয়স থেকে তবলা বাজানো শুরু তাঁর। সাত বছর বয়সে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন। জাকিরের ঝুলিতে রয়েছে ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মান। ২০২৪ সালে জাকির হুসেনের হাত ধরেই ‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ হিসাবে গ্র্যামি অ্যাওয়ার্ড পায় রতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। যা আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছে। হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র উস্তাদ জাকির হুসেন। বিদেশের বহু সম্মানে ভূষিত তিনি। তাঁর সুর, তাল এবং বাদন নিয়ে তাঁর অসামান্য দক্ষতা এবং সৃষ্টিশীলতা তাকে পৃথিবীজুড়ে শ্রদ্ধার পাত্র করে তোলে। পশ্চিমী ক্লাসিক্যাল সঙ্গীত, জ্যাজ এবং বিশ্ব সঙ্গীতের ক্ষেত্রে তিনি অসংখ্য শিল্পীর সাথে সফলভাবে সহযোগিতা করেছেন, যার মধ্যে জর্জ হ্যারিসন, জন মাকলফলিন এবং রবি শঙ্করের মতো বিশিষ্ট শিল্পী রয়েছেন।
রেখে গেলেন তিনি তাঁর স্ত্রী, দুই সন্তান এবং অসংখ্য ছাত্র, অনুরাগী এবং শুভানুধ্যায়ীদের। তাঁর মৃত্যু ভারতীয় তথা বিশ্বের সঙ্গীতের জন্য এক অপূরণীয় শূন্যতা। তাঁর সঙ্গীত এবং তাঁর প্রভাব অমর হয়ে থাকবে অগণিত ভক্ত এবং শ্রোতার মধ্যে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাকিরের পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*