তবলার জাদুকর উস্তাদ জাকির হুসেনের শারীরিক অবস্থা সংকটজনক, ভর্তি আইসিউতে

Spread the love

রোজদিন ডেস্ক:- গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে ভর্তি তবলার জাদুকর উস্তাদ জাকির হুসেন। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। বর্তমানে তাঁকে ভর্তি করানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোর একটি হাসপাতালে। বছর ৭৩-এর তবলা বাদক জাকির হুসেন হৃদরোগে আক্রান্ত হন। তারপরই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, এখন তিনি আইসিইউতে ভর্তি। তবে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা যাচ্ছে।

বন্ধু তথা বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া রবিবার জাকির হুসেনের অসুস্থার খবর জানান। ঘনিষ্ঠ এক সূত্রে জানা গিয়েছে, শিল্পীর হার্টের সমস্যার পাশাপাশি রক্তচাপ বারবার ওঠানামা করছে। এই বিষয়টাও ভাবাচ্ছে চিকিৎসকদের। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পোস্ট করতে শুরু করেছেন অনুরাগীরা।
সংবাদসংস্থা পিটিআইকে রাকেশ চৌরাসিয়া বলেন,”গত সপ্তাহ থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে সান ফ্রান্সিস্কোর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন উস্তাদ জাকির হুসেন। তিনি এই মুহূর্তে আইসিইউতে ভর্তি। আমরা সবাই পরিস্থিতি নিয়ে চিন্তিত৷”
উল্লেখ্য, ১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন উস্তাদ জাকির হুসেনের। মাত্র ৩ বছর বয়সে তবলায় হাতেখড়ি। ভারত সরকারের তরফে ১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ এবং ২০২৩ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। পুরস্কারের ঝুলিতে রয়েছে গ্র্যামি অ্যাওয়ার্ড-সহ আরও একাধিক বড় সম্মান। তাঁর এই সম্মানে হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত জগৎ গর্বিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*