জার্মানিতে হামলায় জখম ৭ ভারতীয়, নিহত ৫, নিন্দায় সরব নয়াদিল্লি
রোজদিন ডেক্স: বড়দিনের প্রস্তুতির জন্য কেনাকাটায় ব্যস্ত ছিলেন সকলে। সেই সময় হঠাৎ একটি গাড়ি দ্রুতগতিতে এসে পিষে দিয়ে যায় সকলকে। জার্মানির ম্যাগদেবর্গের বাজারের ভয়াবহ সেই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে। আহতর সংখ্যা ছুঁয়েছে ২০০। […]