অস্ত্রোপচার সফল! আইসিউ থেকে জেনারেল বেডে দেওয়া হল অভিনেতা সইফকে
রোজদিন ডেক্স: অস্ত্রোপচার সফল। ভালো আছেন হাম তুমের অভিনেতা। শুক্রবার আইসিউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হল সইফ আলি খানকে। চিকিৎসকেরা জানান, আপাতত এক সপ্তাহ হাঁটাচলা করতে পারবেন না অভিনেতা। পর্যবেক্ষণে রাখা হয়েছে এই বলি তারকাকে। […]