অপর্ণা দাস,
ছবি- প্রশান্ত দাস
বর্তমানে মুঠোফোনের যুগে নিজস্বীতে মেতে থাকেন আট থেকে আশি। কিন্তু ২৫ বৈশাখ দিনটি আজও ভোলেনি বাঙালী। কবির টানেই তারা প্রতিবছর ছুটে আসেন ঠাকুরবাড়িতে।.১৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে এদিন ঠাকুরবাড়িতে গিয়েছিলেন রোজদিনের প্রতিনিধিরা। তবে একটা বিষয় পরিষ্কার যে, কবির প্রতি শ্রদ্ধার থেকেও ছবি তোলাটাই বর্তমান যুগে বেশী প্রাধান্য পাচ্ছে। তবে নস্ট্যালজিয়াকে বাঁচিয়ে বাঙালীয়ানাকে ধরে রাখতে কবি গুরুর ভিটেমাটিতে আজ জনপ্লাবন।
সোশ্যাল মিডিয়ার যুগেও কবি বেঁচে রয়েছেন মানুষের হৃদয়ে। খোয়াই-এর মেলা যেমন এক অপরূপ শোভা দেয় শান্তিনিকেতনকে, বাঁচিয়ে রাখে হাজার হাজার শিল্পীকে; ঠিক তেমনই ঠাকুরবাড়ির বাইরে কবিগুরুর টানে আসা মানুষজন বাঁচিয়ে রেখেছে হাজারো হস্তশিল্পীকে।
এদিন অসাধারণ নাচ, গান, আবৃত্তিতে মুখর হয়ে ওঠে গোটা ঠাকুরবাড়ি। বিশ্বকবি আজও বাস করেন অজস্র বাঙালীর হৃদয়ে। তাই তো বাঙালী আজও গেয়ে ওঠে “তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না”।
দেখুন ভিডিও-
দেখুন ছবি-
Be the first to comment