আফগান প্রেসিডেন্টের সংঘর্ষবিরতির ডাকে সাড়া না দিয়ে উল্টে উত্তর আফগানিস্তানে তিনটি বাসের উপর হামলা চালিয়েছিল তালিবান গোষ্ঠী। অপহরণ করা হয়েছিল প্রায় ১৭০ জন যাত্রীকে। অবশেষে, তালিবানের কবল থেকে ১৪৯ জনকে উদ্ধার করতে পেরেছে আফগান বাহিনী। তবে, ২১ জন এখনও তালিবানের হাতে বন্দি।
সম্প্রতি আফগানিস্তানের কুন্দুজ প্রদেশ দখল করেছে তালিবান। ইদ-অল-আধা উপলক্ষে তালিবানের সঙ্গে সংঘর্ষবিরতি ঘোষণা করেছিলেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি। কিন্তু, ঘানির ডাকে সাড়া না দিয়ে সেই প্রদেশেরই খান আবাদ জেলায় তিনটি বাস আটক করে তারা। যাত্রী অপহরণের কথা শিকারও করে তালিবানের এক মুখপাত্র।
স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নসরত রহিমি জানিয়েছেন, বাস তিনটি খান আবাদের বিভিন্ন জায়গা থেকে আটক করে তালিবানরা। মহিলা-শিশু মিলিয়ে বাসগুলিতে প্রায় ১৭০ জন যাত্রী ছিলেন। যাত্রীরা বেশিরভাগই বাদাকশান এবং তাখারের বাসিন্দা। তাঁরা বাসে করে কাবুলে আসছিলেন।
কুন্দুজ গভর্নরের মুখপাত্র এসমাতুল্লা মুরাদি বলেছেন, এখনও পর্যন্ত ১৪৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তালিবানদের কবলে রয়েছেন আরও ২১ জন। তাঁর কথায়, এর পর তালিবানদের নিশানায় রয়েছে সরকারি কর্মচারী থেকে নিরাপত্তারক্ষীরা।
গত কয়েক মাসে আফগানিস্তানে বেশ শক্তিশালী হয়ে উঠেছে তালিবান গোষ্ঠী। কাবুল-সহ দেশের বেশ কয়েকটি বড় শহরে হামলা চালিয়েছে তারা। তালিবানদের দাবি, কোনও শান্তি চুক্তিতে রাজি নয় তারা। শুধুমাত্র, আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনার পরেই যুদ্ধ থামা সম্ভব।
Be the first to comment