আফগানিস্তানে শাসন কায়েম করা পর প্রথমবার ভারতের সঙ্গে যোগাযোগ করেছিল তালিবান। দু’দেশের মধ্যে বিমান সংযোগ পুনরায় শুরুর আর্জি জানিয়েছিল তারা। তবে এবার জঙ্গি সংগঠনটি মুখে উল্টো সুর। ভারতকে চরম হুঁশিয়ারি দিল তালিবান।
জঙ্গি সংগঠনটির বার্তা, ভারত যদি আফগানিস্তানে কোনও ধরনের সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে, তবে ফল হবে মারাত্মক ভয়ঙ্কর। তালিবান মুখপাত্র মহম্মদ সুহেল শাহিন জানায়, “ভারত আফগানস্তানে সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে, এর ফল ওদের জন্যই ভাল হবে না। আফগানস্তানে অন্য দেশের সেনা থাকলে কী হতে পারে তা আগেই দেখা হয়ে গিয়েছে।”
Be the first to comment