বৃহস্পতিবার ভোররাতে তামিলনাড়ুতে আছড়ে পড়লো ঘূর্ণিঝড় গাজা। বায়ুর গতিবেগ ছিল ঘন্টায় ৯০-১০০ কিলোমিটার ৷ ভারী বৃষ্টিপাতও শুরু হয় তার পরেই ৷ এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, ঝড়ে ২০ জনের মৃত্যু হয়েছে ৷ চেন্নাইয়ের আবহাওয়া দফতর থেকে আগেই জানানো হয়েছিল, সমুদ্র পার করে ভূখণ্ডে এসে পড়া এই ঘূর্ণিঝড়ের তীব্রতা অনেকটাই বেশি থাকবে ৷ সেটা মাথায় রেখেই প্রায় ৮১ হাজার মানুষকে সরানো হয়েছে উপকূলবর্তী এলাকা থেকে। বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷
ইতিমধ্যেই নাগাপট্টনম, তিরুওয়ারুর, কুড্ডালোর এবং রামনাথপুরম-সহ সাত জেলার সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে ৷ নৌসেনাবাহিনী জানিয়েছে, সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ সাতটি জেলায় বন্ধ সমস্ত স্কুল-কলেজ ৷ বেসরকারি ফার্মের কর্মীদেরও তাড়াতাড়ি বাড়ি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷
শক্তি বাড়িয়ে শুক্রবার গভীর রাতে আছড়ে পড়ল গাজা ৷ উপকূলবর্তী এলাকাগুলি থেকে সকলকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে ৷
Be the first to comment