রোজদিন ডেস্ক,কলকাতা:-বাঘাযতীনের টাটকা ঘটনার পুনরাবৃত্ত এবার ট্যাংরায়। নির্মীয়মাণ বহুতল হেলে পড়ল ট্যাংরার ক্রিস্টোফার রোডে। নির্মীয়মাণ হওয়ায় কোনো বাসিন্দা ছিলো না ওই বহুতলে। ফলে ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
ক্রিস্টোফার রোডে দীর্ঘদিন ধরে কাজ চলছিল এই বহুতলের। বুধবার সকালে হটাৎই এই বহুতলটি হেলে পড়ে পাশের একটি বহুতলে। হেলে পড়া বহুতলের পাশের আবাসনের স্থানীয়রা আতঙ্কিত হয়ে খবর দেয় পুরসভায়। তড়িঘড়ি সেখানে পৌঁছায় পুরসভা কর্মীরা। স্থানীয়দের অভিযোগ দু’টো বহুতলের মাঝে কোনওরকম জায়গা রাখা হয় নি। যদিও এখন পর্যন্ত নির্মীয়মাণ বিল্ডিংয়ের প্রোমটারের নাম ও পরিচয় জানা যায়নি।
উল্লেখ্য, মঙ্গলবারও কামারহাটি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের ধুবিয়াবাগান এলাকায় আচমকাই তিন তলা একটি আবাসন হেলে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ছয় থেকে সাত মাস ধরে এই আবাসনের কাজ হচ্ছিল। স্থানীয়রা জানায়, প্রোমোটার বিক্কু আবাসনটি নির্মাণ করছেন। স্থানীয় সূত্রে খবর, আবাসনটির পাশে একটি স্কুল আছে। এমনকী, নতুন কোনও আবাসন তৈরি হলে যে নিয়ম মানতে হয়, তাও মানা হয়নি বলে দাবি এলাকাবাসীদের। প্রোমোটার চায়না কোম্পানিকে ডেকে হাইড্রোলিক পদ্ধতিতে বিল্ডিং সোজা করার পরিকল্পনা করছিলেন। তাতে আরও হেলে পড়ে বাড়িটি বলে দাবি।
Be the first to comment