আদালতে গোপন জবানবন্দি দিলেন তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী

Spread the love

তপন কান্দু খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শী সুভাষ গড়াইয়ের গোপন জবানবন্দি নেওয়া হল ৷ আজ তাঁকে পুরুলিয়া জেলা আদালতে নিয়ে যান সিবিআই আধিকারিকরা ৷ প্রায় এক মাস হতে চলল এই ঘটনার তদন্তভার সিবিআই-এর উপর দিয়েছে উচ্চ আদালত। প্রায় ফি দিনই ঝালদাতে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে কাউকে না কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছেন আধিকারিকরা। গতকালই ঝালদা এসডিপিও সুব্রত দেবকে ফের তলব করে সিবিআই। তার আগের দিন ঝালদা থানার এক আধিকারিক, যিনি নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুর দিন প্রথম সেখানে উপস্থিত হয়েছিলেন, তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন সিবিআই আধিকারিকরা। এমনকি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি অভিযান চালানোর জন্য সিবিআই-এর একটি দল মাঝেমধ্যে ঝাড়খণ্ডেও হানা দিচ্ছে বলে খবর।

কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শী তথা তাঁর বন্ধু সুভাষ গড়াই প্রথম খুনের ঘটনার লিখিত অভিযোগ করেছিলেন ৷ ঘটনার পরের দিন ঝালদা থানায় অভিযোগ জানান তিনি এবং তার পরের দিন অর্থাৎ ১৫ তারিখ নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দু জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে পূর্ণিমা কান্দুর গোপন জবানবন্দি নেওয়া হলেও সুভাষ গড়াই-এর কোনও গোপন জবানবন্দি এতদিন নেওয়া হয়নি। আজ সিবিআই-এর তদন্তকারীরা সুভাষ গড়াইকে নিয়ে যান পুরুলিয়া জেলা আদালতে। সেখানে গোপন জবানবন্দি দেন তপন কান্দু খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শী সুভাষ গড়াই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*