তপন কান্দু খুনের মামলায় চার্জশিট জমা সিবিআইয়ের

Spread the love

তপন কান্দু খুনের মামলায় চার্জশিট দাখিল করল সিবিআই ৷ সোমবার সিবিআইয়ের আইনজীবী জেলা আদালতে চার্জশিট দাখিল করেন ৷ ৩০ পাতার ওই চার্জশিটে মূলত গ্রেফতার হওয়া পাঁচজনকেই অভিযুক্ত করা হয়েছে পাশাপাশি আদালতের কাছে আরও তদন্তের জন্যে আবেদন করা হয়েছে ৷ এই খুনের ঘটনায় এখনও দুই শুটারকে গ্রেফতার করতে পারেনি সিবিআই ৷ তদন্তে আরও কোনও অগ্রগতি হলে সিবিআইয়ের কাছে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করার সুযোগ রয়েছে ৷

সিবিআইয়ের চার্জশিট জমা প্রসঙ্গে পূর্ণিমা কান্দু বলেন, ‘এই খুনে অনেক বড় বড় মাথা জড়িত ৷ যারা ধরা পড়েছে তাদের ঠিকমতো জেরা করলে বড় মাথাদের নাম বেরিয়ে আসবে ৷ সিবিআইয়ের তদন্তে পূর্ণ আস্থা রয়েছে ৷ আসল দোষীরা ঠিক পড়বে ৷’ মনে করা হচ্ছে, গ্রেফতার হওয়া পাঁচজনের জামিন আটকাতেই ৯০ দিনের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই ৷ গত ১৩ মার্চ সান্ধ্যভ্রমণে বেরিয়ে খুন হন ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দু ৷ ঝালদা ১ নম্বর ব্লকের গোকুলনগর গ্রামের অদূরে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তিনি ৷ তারপর এই খুনের ঘটনা তদন্ত শুরু করে সিট ৷ তপন কান্দু খুনে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে সিট ৷ কিন্তু সিটের তদন্তের অখুশি নিহতের পরিবার সিবিআইয়ের দাবি জানায় ৷

সিবিআইয়ের দাবিতে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে ৷ তারপর ৪ এপ্রিল কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় ৷ সিটের হাতে প্রথম গ্রেফতার হয় নিহতের ভাইপো দীপক কান্দু। তারপর একে একে আরও তিন জনকে গ্রেফতার করে সিবিআই ৷ এই চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে সিবিআই প্রথম গ্রেফতার করে ঝালদা থানার বাসিন্দা পেশায় অশিক্ষককর্মী সত্যবান প্রামাণিক ৷ ফলে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচ ৷ তারপর সিবিআই আর কাউকেই গ্রেফতার করতে পারেনি ৷ যদিও নিহতের পরিবার সিবিআইয়ের উপর এখনও পূর্ণ আস্থা রয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*